মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ওভারপাসের নিচে দুর্ভোগ অব্যাহত!

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ওভারপাসের নিচে দুর্ভোগ অব্যাহত!

শাসনগাছা রেল ওভারপাসের নিচের সড়ক

কুমিল্লা নগরীর শাসনগাছা রেলওয়ে ওভারপাসের নিচে মানুষের দুঃখ দেখার যেন কেউ নেই। সম্প্রতি ওভারপাসটি খুলে দেওয়া হয়েছে। ওভারপাসে নগরীর যানচলাচলে সুবিধা হলেও ওভারপাসের নিচের অবস্থা ‘উপরে ফিটফাট-নিচে সদরঘাট’! বৃষ্টি হলে ওভারপাসের নিচের সড়কটিতে পানি জমে পানি আর কাদায় মাখামাখি অবস্থা। ওভারপাসের পূর্ব-পশ্চিম পাশ দিয়ে যানবাহন চলাচলেরও তেমন কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া বিভিন্ন যাত্রীবাহী বাস ওভারপাসের নিচে যত্রতত্র পার্ক করে রাখার কারণে যানজট লেগে থাকে। সরেজমিন দেখা যায়, কুমিল্লার পশ্চিম ও উত্তর এলাকার মানুষের একমাত্র প্রবেশপথ শাসনগাছা। এখানকার যানজট ছিল নগরের গলার কাঁটা। সেই যানজট নিরসনে রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হয়েছে। এতে নগরীর  রেসকোর্স থেকে অল্পসময়েই শাসনগাছা অতিক্রম করে মহাসড়কে যাওয়া যাচ্ছে। তবে  রেলওয়ে ওভারপাসের নিচে শাসনগাছার অবস্থা একেবারেই বেহাল। নগরীর বাদশা মিয়ার বাজার, রেসকোর্স, স্টেশন মার্কেট সড়ক, ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ রোড সড়ক এবং বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে ওভারপাসের নিচ দিয়ে যাতায়াত করতে হয়। সড়কটি সরু এবং নাজুক হওয়ায় চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ওভারপাসের দুই পাশ দিয়ে যানবাহন চলাচলের কোনো সুব্যবস্থা নেই। একটি গাড়ি অতিক্রম করতে আরেকটি গাড়ির  পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এই সড়কটির ইট পাথর সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের ওপরে হকার বসে যানজট সৃষ্টি করছে। স্থানীয় ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ‘রেলওয়ে ওভারপাস নির্মাণে দূরে যাতায়াত সহজ হয়েছে। তবে জনদুর্ভোগ বেড়েছে ওভারপাসের নিচে। ওভারপাসের নিচটা এখন অনেকটা ‘বাতির নিচে অন্ধকার’। সড়কের দুইপাশে যত্রতত্র বাস পার্কিং ও সড়কে গর্ত থাকায় ওভারপাসের পূর্ব এবং পশ্চিম পাশ দিয়ে যাতায়াতের ভালো কোনো পথ নেই। এতে পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পড়তে হচ্ছে।’ তিনি আরও বলেন,‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে  বেচাবিক্রি কম হচ্ছে। তিন/চার বছর ধরে এই সমস্যায় আছি। ’ কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘ওভারপাসের নিচ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। রাসত্মাটি এমনিতেই সরম্ন। তার উপর রাসত্মাটি খানাখন্দে ভরা। যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। নিচের পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে সড়কটি সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন কারণে সড়ক সংস্কারে সময় লেগেছে। ওভারপাসের নিচের সড়কটি এক মাসের মধ্যে সংস্কার করতে পারব বলে আশা করছি।’

সর্বশেষ খবর