শিরোনাম
মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে চলছে পরিচ্ছন্ন অভিযান

আফজাল, টঙ্গী

গাজীপুরে চলছে পরিচ্ছন্ন অভিযান

যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে গাজীপুরে শুরু হয়েছে পরিচ্ছন্ন অভিযান। সড়ক মহাসড়কে ফুটপাথ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, যত্রতত্র সাঁটানো বিলবোর্ড ও পোস্টার অপসারণ, সড়ক দখল করে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা, রাস্তার উপরে ময়লা আবর্জনা না ফেলাসহ বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের পর নগরীর টঙ্গী, গাছা, বোর্ডবাজার, মালেকের বাড়ি, জয়দেবপুর শিববাড়ি, কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত, বিলবোর্ড অপসারণ, সড়ক দখল করে গাড়ি পার্কিং নিষেধ করে প্রায় ১মাস মার্কিং করা হয়। মার্কিং শেষে বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়কে শুরু হয় উচ্ছেদ অভিযান। মেয়র নিজে জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে বাসযোগ্য শহর গড়ার কাজ করছেন। এতে অনেকটাই স্বস্তি ফিরে আসতে শুরু করে জনমনে। তবে চাঁদাবাজ ও দখলবাজরা ভিন্নপথে হাঁটছে। এ বিষয়ে দত্তপাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণের পর নগর উন্নয়নে পরিকল্পিত প্ল্যান নির্মাণ, বাসযোগ্য শহর গড়ার প্রত্যয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে মহাসড়কে ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় অনেকটাই যানজটমুক্ত হতে চলছে। এ ব্যাপারে সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে যা যা প্রয়োজন আমি সেই লক্ষ্যে কাজ করব। দখলবাজ, চাঁদাবাজ, ফুটপাথ দখলকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কে খুশি হলো আর কে মন খারাপ করল এটা দেখার বিষয় নয়।

সর্বশেষ খবর