মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
মার্চে চট্টগ্রামে বসছে

ধ্যানের বড় আসর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামে আগামী মার্চে বসছে ধ্যান বা মেডিটেশনের বৃহত্তর আসর। চট্টগ্রামের বিলাসবহুল র‌্যাডিসন ব্লু হোটেলে আগামী ৮, ৯, ১০ ও ১১ মার্চ শুক্র থেকে সোমবার পর্যন্ত চার দিনব্যাপী এই ধ্যান আয়োজনে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন উদ্যোক্তারা। তারা জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারি মহাজাতক এই মেডিটেশন কোর্স পরিচালনা করবেন। এটি হবে ৪৫৬তম আয়োজন।

 কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রামের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন বলেন, আমরা এই প্রথমবারের মতো অনেক বড় পরিসরে মেডিটেশন চর্চার সুযোগ করতে যাচ্ছি। ২৭ বছরের পুরনো এই ধ্যানচর্চার চট্টগ্রামের আগের আয়োজনগুলো অনুষ্ঠিত হতো হোটেল আগ্রাবাদে। এবারই আমরা আরও বিপুলসংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করতে নতুন ভেন্যু বেছে নিয়েছি। পুরো আয়োজনকে সফল করতে এই অঞ্চলে আমাদের পাঁচটি শাখা, ৩৭টি সেল-প্রি-সেলের শত শত কর্মী কাজ করছেন। তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষের জন্য এই কোর্স একটি বিরল সুযোগ। তারা ঢাকার পরিবর্তে এবার চট্টগ্রামেই পরিবারের সদস্যদের নিয়ে জীবন বদলের এই বিজ্ঞান শিখে সাফল্য, সুস্বাস্থ্য ও প্রশান্তির পথযাত্রা শুরু করতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর