মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নামমাত্র চিকিৎসায় সরকারি হাসপাতাল

হটঙ্গী প্রতিনিধি

নামমাত্র চিকিৎসায় সরকারি হাসপাতাল

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত ২৫০ শয্যা হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা। নামমাত্রই চিকিৎসাসেবা দিয়ে চলছে এই হাসপাতালের কার্যক্রম। যেখানে ৫৮ জন চিকিৎসক থাকার কথা সেখানে রয়েছে মাত্র ১৯ জন। ৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক দিয়েই চলছে ২৫০ শয্যা। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। এতে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গী ২৫০ শষ্যা হাসাপাতালটি চালু হওয়ার দীর্ঘ আট মাস অতিবাহিত হলেও জনবলের অভাবে শুরু হয়নি এর কার্যক্রম। হাসপাতালটিতে চিকিৎসক এবং প্রয়োজনীয় জনবলের অভাবে জরুরি অনেক বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে হাসপাতালে কর্মরত ডাক্তারদের চোখ ফাঁকি দিয়ে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানের পরিবর্তে ডাক্তারদের সহকারী জরুরি বিভাগের অর্থলোভী কতিপয় ব্রাদার রোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে। হাসপাতালে আসা এক রোগী বলেন, এখানে আসলে তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। একটু জটিল রোগী আসলেই দালাল চক্রের সদস্যরা রোগী ভাগিয়ে নিয়ে যায় আশপাশের ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে। এ বিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো. কমর উদ্দিন বলেন, প্রাতিষ্ঠানিক কোড না হওয়ায় জনবলের পদায়ন হচ্ছে না। মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যে জনবল পাওয়া যাবে। এ ব্যাপারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, টঙ্গী হাসপাতালে ডাক্তার নেই, এটা আমি জানি না। আমার কাছে চাইলেই আমি ব্যবস্থা করে দেব।

 

সর্বশেষ খবর