মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বর্জ্যে ভরপুর নালা-নর্দমা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

বর্জ্যে ভরপুর নালা-নর্দমা

চট্টগ্রাম মহানগরের নালা নর্দমা এখন নানা রকম বর্জ্যে ভরপুর। অধিকাংশ নালা নর্দমা এখন আবাসিক বর্জ্য, মাটি, পলিথিনসহ নানা আবর্জনায় ত্রাহি অবস্থায়। এসব নালা নর্দমা দিয়ে পানি প্রবাহিত হওয়ার কোনো অবস্থাই নেই। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় নগরের অধিকাংশ নিম্ন এলাকায়। দেখা দেয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।       

নগরের নালা-নর্দমার এমন ত্রাহি অবস্থায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জলাবদ্ধতা নিরসনকল্পে সম্প্রতি বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করেছে। এ কর্মসূচির আওতায় নগরীর ৪১ ওয়ার্ডের নালা-নর্দমা থেকে মাটি ও আবর্জনা উত্তোলন করা হবে। পুরো সপ্তাহ পর্যন্ত চলবে এ কর্মসূচি। কর্মসূচির আওতায় প্রতিদিন এক সঙ্গে ৫টি ওয়ার্ডের নালা-নর্দমায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হবে। অভিযোগ আছে, চসিক নিয়মিত নালা নর্দমা পরিষ্কার করার কথা থাকলেও তা করা হয় না। ফলে আবাসিকসহ বিভিন্ন ওয়ার্ডের নালা নর্দমাগুলো আবর্জনায় ভরে যায়। এ কারণে নগরে জলাবদ্ধতা দেখা দেয়। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল মান্নান ছিদ্দিকী বলেন, ‘বর্ষাকে সামনে রেখে নালা-নর্দমা থেকে মাটি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। এ কাজে দৈনিক ২৫০ জন শ্রমিক এবং প্রয়োজনীয় যানবাহন থাকছে। প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে পরিচ্ছন্ন কাজ চলবে।’ তিনি বলেন, ‘তিন ফুটের কম প্রস্থের নালা নর্দমাগুলো আমরা পরিষ্কার করব। বড়গুলো সিডিএ’র মেগাপ্রকল্পের আওতায় করা হবে।’ চসিকের বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত নগরে পাকা নর্দমা আছে ৮৫৬ কিলোমিটার। এসব নর্দমার গড় প্রস্থ ২ দশমিক ২১ মিটার। তাছাড়া কাঁচা নর্দমা আছে ১৬ কিলোমিটার, এসব নর্দমার গড় প্রস্থ ১ দশমিক ৪০ মিটার। সব মিলিয়ে প্রায় দুই হাজার ৮০০ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রায় ৩ হাজার নালা-নর্দমা আছে।  জানা যায়, চসিক ক্রাশ প্রোগ্রামে তিন ফুটের বেশি প্রশস্ত ড্রেন-নালা পরিষ্কার করবে না। তিন ফুটের বেশি প্রস্থের নালা-নর্দমাগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান মেগাপ্রকল্পের অন্তর্ভুক্ত। কিন্তু বর্তমানে নগরের অনেক ছোট ছোট নালা-নর্দমা বিভিন্ন অলিগলি হয়ে মিশেছে বড় আকৃতির নালা ও খালের সঙ্গে। ফলে ছোট নালা-নর্দমা পরিষ্কার করা হলেও বড়গুলো ভরাট থাকলে পানি প্রবাহে বাধাগ্রস্ত হবে। এ কারণে ছোট নালা নর্দমা পরিষ্কার করা হলেও এ সুফল মিলবে কিনা সংশয় আছে বলে স্থানীয়দের অভিযোগ।

সর্বশেষ খবর