সর্বগুণ সমৃদ্ধ মধুর কথা ভুলে গেলে চলে! সর্দি-কাশি, গলা মধু আর তুলসীপাতার যুগলবন্দি এখনো অদ্বিতীয়। পাশাপাশি আজও মধু প্রায় সব ধরনের রূপচর্চারও অংশ। চুল হোক বা ত্বক, সবক্ষেত্রে মধুর অবাধ বিচরণ।
যা যা করবেন
♦ শীতকালে মধুর দাম আরও বাড়ে। ফাটা ঠোঁট থেকে তৈলাক্ত চুল- সব সমস্যার সমাধান মধু। অ্যান্টিব্যাকটিরিয়াল ক্ষমতা থাকায় অ্যাকনে, ইত্যাদি সমস্যাও কমে আসে।
♦ কমলালেবু থেকে বেসন, সব উপাদানের সঙ্গেই মধুর জুটি ত্বকে আনে উজ্জ্বলতা এবং লাবণ্য। মধু কিন্তু ত্বক দৃঢ় রাখতেও দারুণ উপকারী। মা-খালাদের ত্বকের দিকে লক্ষ্য করে দেখুন, পঞ্চাশ-ষাটের গ-ি পেরোলেও কেমন উজ্জ্বল! এর কারণও কিন্তু মধু।
♦ এ ছাড়াও ত্বক ভিতর থেকে পরিষ্কার করতে, মৃত কোষ দূর করতে, রোদে পোড়াভাব কমাতে মধুর ওপর ভরসা করতে পারেন। এত গুণের জোরেই তো প্রাকৃতিক এ উপাদান আজও রূপের জগতে স্বমহিমায় উজ্জ্বল।
তথ্যসূত্র : ব্রো বুটিক