বিনোদন জগৎ, সিনেমা, গ্ল্যামারাস, বিউটি কেয়ার ইত্যাদি শিরোনামে তারকারা নিজের স্থান পাকাপোক্ত করেন। ইয়ামি গৌতমের কথা বলা যাক। ভারতীয় এ সেলেব জনপ্রিয় বিউটি ব্র্যান্ডের হাত ধরে তাঁর ক্যারিয়ার শুরু করেন। তাঁর মতো অনেকেই কোনো না কোনো বিউটি ব্র্যান্ড নিজে ব্যবহার এবং প্রমোট করে থাকেন। তবে তাঁরা কেবল বাজারের প্রসাধনে নয়, প্রাকৃতিক উপাদানেও ভরসা করেন।
আলিয়া ভাট
সৌন্দর্যের বিচারে অন্য সবার চেয়ে এগিয়ে আলিয়া ভাট। কিন্তু আপনি কি জানেন এর পেছনের রহস্য? আলিয়া তাঁর রূপরুটিনে হাইড্রেটেডসমৃদ্ধ ভিটামিন এ, সি, ই-র মতো মাল্টিভিটামিন গ্রহণ করেন। এর বাইরেও তাঁর উজ্জ্বল ত্বকের মূলমন্ত্র হলো তিনি মাল্টিভিটামিনের পাশাপাশি প্রচুর পানি পান করেন ও স্বাস্থ্যকর ডায়েট মেনে চলেন।
প্রিয়াঙ্কা চোপড়া
‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়ার রূপরহস্যের গোপনীয়তা রয়েছে রান্নাঘরে। প্রিয়াঙ্কা বেসন, দই, লেবু, দুধ, চন্দনের গুঁড়া এবং হলুদের মতো ঘরোয়া উপাদান দিয়ে উপটান তৈরি করে নিজের মুখে ব্যবহার করেন। এ ঘরোয়া পাথেয় তাঁর ত্বকের ট্যান ভাব ও মৃত কোষ দূর করে। পাশাপাশি ত্বক উজ্জ্বল করে তোলে। অভিনেত্রী বিশ্বাস করেন ত্বকের উজ্জ্বলতায় ঘরোয়া পরিচর্যাই সেরা।
ক্যাটরিনা কাইফ
২০২২ সালে ক্যাট-ভিকির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সে সময় ক্যাটরিনা-সৌন্দর্যে বুঁদ হন অনেকেই। ক্যাটরিনা সপ্তাহে অন্তত এক দিন ওটমিল ও মধুর মাস্ক ব্যবহার করেন। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ মাস্ক ত্বকে এক্সফোলিয়েটর হিসেবে দুর্দান্ত কাজ করে। ত্বকের মরা কোষ অপসারণে দারুণভাবে সহায়তা করে।
কিয়ারা আদভানি
কবির সিং সিনেমায় কিয়ারা সবার নজর কাড়েন। বলিউডপাড়ার এ সেলেবের গোলাপি গালের রহস্য লুকিয়ে আছে টম্যাটোর মাস্কে। তিনি ত্বকের যত্নে এ প্রাকৃতিক উপাদান ব্যবহার করেন। তবে তাৎক্ষণিক উজ্জ্বলতার জন্য ১৫ মিনিটের বেশি নেন না। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে। এমনকি ত্বক এক্সফোলিয়েট করে এবং ব্রণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।