রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

পাগল অবস্থায় মারা যান উমিচাঁদ

উমিচাঁদের প্রকৃত নাম ছিল আমির চাঁদ। ধারণা করা হয়, তিনি ছিলেন একজন শিখ এবং জন্মসূত্রে পাঞ্জাবের বাসিন্দা। কিন্তু কলকাতায় তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন এবং ব্যাপক সম্পদ গড়ে তুলেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও তিনি অর্থ বিনিয়োগ করেছিলেন এবং মুর্শিদাবাদ কোর্টে কোম্পানির পক্ষে দালালি করতেন। এতে তিনি ব্যাপকভাবে লাভবান হন এবং কলকাতায় অনেক ঘরবাড়ি ও সম্পদ ক্রয় করেন। আরও লাভের আশায় তিনিও গোপনে লর্ড ক্লাইভ এবং মীর জাফরের সঙ্গে যোগ দেন। তবে তার লোভ এমনই পর্যায়ে পেঁৗছে যে, একপর্যায়ে পলাশীর যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে যে ধন-সম্পদ পাওয়া যাবে তার ৫ ভাগ দাবি করে বসেন উমিচাঁদ। অন্যথায় গোপন পরিকল্পনা ফাঁসের হুমকিও দেন। কম যান না চতুর লর্ড ক্লাইভ। তিনিও উমিচাঁদের প্রস্তাবে সম্মত হন এবং এ লক্ষ্যে একটি চুক্তি করা হয়। চুক্তিটির দুটি কপি করা হয়। যার একটিতে উমিচাঁদকে অর্জিতব্য সম্পদের ৫ ভাগ দেওয়ার কথা লেখা থাকলেও অন্যটিতে অর্থাৎ মূল কপিতে তা লেখা হয়নি। মূল কপিটি বস্তুত উমিচাঁদকে দেখানো হয়নি এবং পরবর্তীতে উমিচাঁদকে প্রতিশ্রুত কিছুই দেওয়া হয়নি। প্রকৃত ঘটনা জানার পরে অর্থলোভী উমিচাঁদ সত্যিকার অর্থে পাগল হয়ে যান। শারীরিকভাবে দ্রুতই দুর্বল হতে থাকেন উমিচাঁদ। অন্যদিকে ক্রমেই হ্রাসপায় তার সব স্মৃতিশক্তি। এমনি এক অসহায় এবং করুণ অবস্থায় পাগল উমিচাঁদ প্রায় ১০ বছর বেঁচে থেকে এ জগতেই তার লোভ এবং পাপের প্রায়শ্চিত্ত করেন। এমনি এক ভয়াবহ পরিণতির পর ১৭৬৭ সালে উমিচাঁদের করুণ মৃত্যু ঘটে।

সর্বশেষ খবর