মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

জ্যোতি বসু

জ্যোতি বসু

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভারতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে আলাদা একটি স্থান দখল করে আছেন। বেশ কিছুদিন আগে পৃথিবীকে বিদায় জানানো এই মানুষটির পৈতৃক ভিটা বাংলাদেশেই। সোনারগাঁয়ের বারদী গ্রামে গিয়ে যে কাউকে বললেই চিনিয়ে দেবে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি। বাড়িটি তৈরি করেছেন জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু। কেয়ারটেকার শহীদুল্লাহ জানান, জ্যোতি বসুর মা হেমলতা বসু ছিলেন তার মা-বাবার একমাত্র সন্তান। বিয়ের সময় ডাক্তার নিশিকান্ত বসুকে এ বাড়ির জমি দেন তার শ্বশুর। শ্বশুরের দেওয়া জমির ওপর ১৩২৯ সালে বাড়িটি নির্মাণ করেন তিনি। বাড়িটি তৈরি করেছিলেন পাঁচু ওস্তাগার। বাড়ির বয়স এখন প্রায় ৯০ বছর। এলাকাবাসী জানান, এ বাড়িতে জ্যোতি বসু জন্ম না নিলেও কলকাতা থেকে পূজার ছুটিতে বেড়াতে আসতেন। ছোটবেলা থেকেই জ্যোতি বসু ছিলেন খুব মেধাবী। স্বভাবে ছিলেন ধীরস্থির। বারদীর বাড়িতে রয়েছে বেশ কয়েকটি আমগাছ। এসব গাছের সঙ্গে তার রয়েছে অনেক স্মৃতি। আমের দিনে গাছ থেকে যেন তাকে নামানোই যেত না। দৌড়ে চলে যেতেন বারদী বাজারে কিংবা নদীর পাড়ে বা ধানক্ষেতে। পুরনো দিনের বাড়িটি অত্যন্ত আকর্ষণীয়। সামনে রয়েছে একটি কুয়ো। আর সোনারগাঁয়ের মন ভুলানো পথ, গাছপালা তো রয়েছেই। কয়েকদিন আগেই বাড়িটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সঙ্গে অনেকেই এটিকে জ্যোতি বসুর স্মারক জাদুঘরে পরিণত করার দাবি জানিয়েছেন।

* রকমারি প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর