সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

পাটের জীবন-রহস্য

পাটের জীবন-রহস্য

১৮ আগস্ট ২০১৩ বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা দেশি পাটের জীবন-রহস্য উন্মোচনের সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পাট নিয়ে এ গবেষণায় নেতৃত্ব দেন বাংলাদেশি বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো তোষা পাটের জিনোম সিকোয়েন্স বা জীবন-রহস্য উন্মোচন করে বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন মাকসুদুল আলম ও তার সহযোগীরা। এরপর ২০১২ সালে তারা উন্মোচন করেন ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা, যা পাটসহ প্রায় ৫০০টি উদ্ভিদের পূর্ণাঙ্গ জিন তথ্য উন্মোচিত হওয়ায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে কৃষকের হাতে রোগ প্রতিরোধী ও উন্নত জাতের পাট তুলে দেওয়া যাবে।

 

 

সর্বশেষ খবর