বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪ ০০:০০ টা

প্যাভলোপেট্রি পেলোপনিজ

প্যাভলোপেট্রি পেলোপনিজ

প্যাভলোপেট্রি পেলোপনিজ একটি গোটা শহর যেন। সমুদ্রের নিচে ডুবে থাকা এই শহরটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় ডুবন্ত সভ্যতা। গ্রিসে থাকা এই ডুবন্ত শহর যেন চির রহস্যে ঢাকা এক সভ্যতার নিদর্শন। আর্কিওলাজিক্যাল শহর হিসেবেও এই ডুবন্ত শহরের আলাদা পরিচিতি আছে। প্রথমবারের মতো খোঁজ পাওয়ার পর যখন ডুবুরি নামিয়ে গবেষণা শুরু হয় তখন পানির নিচে নেমে হতবাক হয়ে যান ডুবুরিরা। বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন তারা। কারণ আর কিছুই নয়, পানির নিচে এ যেন পরিপূর্ণ এক শহর। আমাদের চেনা উন্নত বিশ্বের রাজধানীও এর তুলনায় কিছুই নয়। সুপ্রশস্ত রাস্তাঘাট, দালান, বাড়িগুলোর সামনে বাগানের মতো প্রশস্ত জায়গা। মন্দির ও বাড়িগুলোর উন্নত নকশার তুলনা হয় না। ২০০৯ সালে পানির নিচে ডুবে থাকা এই শহরের একটি মানচিত্র দাঁড় করাতে সমর্থ হন গবেষকরা। তাতে বিস্ময়ে চোখ কপালে ওঠে যায় তাদের। ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত্ব এই শহরটির নগরপরিকল্পনা আধুনিক সময়ের স্থাপত্যবিদদের চেয়ে অনেক মানসম্মত ও উন্নতই নয়, এ যেন কল্পনার মডেল শহর। পানির নিচের এই শহরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ভ্র হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

সর্বশেষ খবর