বুধবার, ৯ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

শিলাবৃষ্টির কথা...

তানভীর আহমেদ

শিলাবৃষ্টির কথা...

হঠাৎ করে মেঘ। শুরু হলো দমকা বাতাস। অঝোরে বৃষ্টির সঙ্গে আকাশ থেকে পড়ছে ছোট বড় বরফের টুকরা। শিলাবৃষ্টি বলেই জানেন একে। বৃষ্টির সঙ্গে শিলা পড়ার পেছনে কিন্তু মজার বিজ্ঞান রয়েছে। প্রকৃতির অদ্ভুত খেয়ালে শিলাবৃষ্টি হয়ে থাকে। মেঘ থেকে বৃষ্টির পাশাপাশি বরফের এই ছোট ছোট টুকরাগুলো আনন্দের খোরাক হলেও প্রায়শই বড় ধরনের দুর্ঘটনা ঘটায় শিলা। একটু বড় আকারের শিলা পড়লেই মারাত্মক ক্ষতি হতে পারে ঘরের ছাদ, গাড়ির উইন্ডসিল ভেঙে পড়তে পারে, ফসলের ক্ষেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিলাবৃষ্টি নিয়ে মজার কিছু তথ্য জেনে নেওয়া যাক। শিলাবৃষ্টি যে মেঘ থেকে তৈরি হয় তাকে বলে কামুলোনিম্বাস ক্লাউড। শিলা আসলে বজ্রবৃষ্টির মতো বড় কোনো ঝড়ের পার্শ্বপ্রতিক্রিয়া। বড় ধরনের ঝড়ের মেঘ থেকেই মূলত শিলাবৃষ্টি হয়। গড়পরতা একটা শিলার ব্যাস হয় ৫ থেকে ১৫০ মিলিমিটারের মধ্যে। যুক্তরাজ্যের কলোরেডোতে শিলাবৃষ্টির গোটা একটি ঋতুই পায়, বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত শিলাবৃষ্টির এই ঋতুকাল। খুব বেশি হলে ১৫ মিনিটের মধ্যে শিলাবৃষ্টি থেমে যায়। শিলা ক্ষতিকর কিনা সেটা যাচাই করার জন্য শিলার ব্যাস মাপা হয়ে থাকে। যদি কোনো শিলার ব্যাস নূ্যনতম ৩-৪ ইঞ্চি না হয়, তাহলে শিলাবৃষ্টিতে ক্ষতির সম্ভাবনা নেই বলে ধরা হয়। শীতপ্রধান দেশগুলোর তুলনায় পার্বত্য অঞ্চলগুলোতে শিলাবৃষ্টি বেশি হয়।

সে যাই হোক, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আসলে শিলাবৃষ্টি কীভাবে হয়। ঝড়ো আর সংকটপূর্ণ আবহাওয়াতে যখন শক্তিশালী বায়ুপ্রবাহ উপরের দিকে উঠতে থাকে, তখন শিলা তৈরি হয়। আসলে প্রাকৃতিক নিয়মেই উষ্ণ বায়ু উপরের দিকে উঠতে থাকে, আর শীতল বায়ু নিচের দিকে নামতে থাকে। পর্যাপ্ত পরিমাণ খুব শীতল পানির উৎস পাওয়া গেলেই মেঘে বরফ জমতে থাকে ওই শীতল পানির দানা আর শীতল বায়ুর সংমিশ্রণে। এভাবেই তৈরি হয় বরফ টুকরার। তবে ঊর্ধ্বমুখী বায়ু এমন একটা অবস্থানে পেঁৗছায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, অর্থাৎ যেখানে পানি বরফ হতে শুরু করে। একপর্যায়ে ঊর্ধ্বমুখী বায়ুতে সৃষ্ট বরফ খণ্ডগুলো ওই বায়ুপ্রবাহ থেকে ছুটে গিয়ে নিচের দিকে পড়তে থাকে। এই শিলাখণ্ডগুলো বৃষ্টির পানির কণা বা মেঘকে আশ্রয় করে এবং যখন এগুলো ক্রমশ ভারী হয়ে ওঠে এবং ঊর্ধ্বমুখী বায়ু আর এতটা ভারী কণা বহন করতে পারে না, তখন শিলাখণ্ড বৃষ্টির সঙ্গে ভূমিতে পতিত হতে থাকে। বৃষ্টির সঙ্গে সাদা ধবধবে এই বরফের টুকরাগুলো নেমে এসে শিলাবৃষ্টি হয়।

 

সর্বশেষ খবর