বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

মিসরের কোপটিক

মিসরের কোপটিক

আলেকজান্দ্রীয় বর্ষপঞ্জিকা দেখে বর্ষপূর্তির উৎসব হতো প্রাচীন মিসরে। সেখানে নববর্ষের উৎসবের আমেজ ঘিরে ছিল উৎসব 'কোপটিক'। মূলত আলেকজান্দ্রি বর্ষপঞ্জি ধরে বর্ষ গণনা করা হতো। সেই পঞ্জিকায় ৩০ দিনের মাসের ১২ মাস, সঙ্গে ৫ দিনের ছোট এক মাস (সর্বমোট ৩৬৫ দিন) ছিল বলেই তথ্য পাওয়া যায়। তৃতীয় টলেমির সময় (খ্রিস্টপূর্ব ২৩৮) তার বেশ অনেকটাই পরিমার্জন, পরিবর্ধন করা হয়। তারা উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করত। খাবার-দাবারে আয়োজন ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন দেবতার উপাসনা করা হতো। সেদিন মিসরীয়রা নদীর উৎসব পালন করত। দেবতাদের পাশাপাশি প্রাকৃতিক শক্তিগুলোর উপাসনার মাধ্যমে নতুন বছরকে মঙ্গলময় করার প্রত্যাশাই ছিল তাদের উপাসনার প্রধান উদ্দেশ্য। মিসরের কোপটিক বর্ষপঞ্জিকাকে ধরা হয় মিসরিয়ান ক্যালেন্ডারের মধ্যে উন্নতগুলোর একটি। তাদের নববর্ষ বরণে এই বর্ষপঞ্জিকা ধরে বর্ষপূর্তির উৎসবও উল্লেখযোগ্য ছিল।

 

সর্বশেষ খবর