বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

গ্রেগরিয়ান ক্যালেন্ডার

গ্রেগরিয়ান ক্যালেন্ডার

ত্রয়োদশ পোপ গ্রেগরি ১৫৮২ খ্রিস্টাব্দে নতুন ক্যালেন্ডার চালু করেন। এতে প্রথম দিনটি নির্ধারণ হয় ১ জানুয়ারি। জানুয়ারির ১ তারিখে নববর্ষ উদযাপনের প্রচলনে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে এই দিনটিই এখন নববর্ষ বলে স্বীকৃত। গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসলে সারা পৃথিবীতেই প্রচলিত হয়। দেশে দেশে এই ক্যালেন্ডারের গ্রহণযোগ্যতার কারণেই এটি সম্ভব হয়। খ্রিস্ট ধর্মাবলম্বী প্রধান দেশগুলোতে নববর্ষ উদযাপিত হতো ২৫ মার্চ। ব্রিটেনেও এই দিনটিতে নববর্ষের সব আয়োজন হতো। সেই দিনটিকে 'ফিস্ট অব দ্য আনানসিয়েশন' বলে পরিচিত ছিল। পরে ১৭৫২ খ্রিস্টাব্দে ব্রিটেনে গ্রেগরি ক্যালেন্ডার স্বীকৃতি পায়। এভাবেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার আমাদের দিন গণনার বর্ষপঞ্জিকা হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি করে। এখন সারা বিশ্বে ইংরেজি ক্যালেন্ডার হিসেবে পরিচিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার।

 

সর্বশেষ খবর