বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

হিজরি সন গণনা

হিজরি সন গণনা

হজরত মুহাম্মদ (সা.) 'হিজরত' করেন ৬২২ খ্রিস্টাব্দের ১৬ জুলাই। তিনি এ সময় মক্কা থেকে মদিনায় গমন করেন। মূলত এই গমন করাকে আরবিতে বলা হয় 'হিজরত'। এই গমনকে সম্মানিত করে সেদিন থেকেই হিজরি সন গণনা করা হয়। আরবি সন বা ক্যালেন্ডারে এই গমন থেকে গণনা শুরু হয় হিজরি ক্যালেন্ডারের। ইসলামী বা আরবি নববর্ষকে বলা হয় 'হিজরা'। আরবি বা ইসলামী বর্ষপঞ্জির দিনসংখ্যার চেয়ে ১১-১২ দিন কম। চন্দ্রমাস গণনার কারণে এই পার্থক্য তৈরি হয়। চন্দ্রমাস ধরে গণনার কারণে এই দুই নববর্ষের ব্যবধান প্রতিবছর বদলায়। সংযুক্ত আরব আমিরাতে আরবি বা ইসলামী নববর্ষের সঙ্গে মহা-উল্লাসে নববর্ষ পালিত হয় ১ জানুয়ারি।

 

সর্বশেষ খবর