বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
চিত্রবিচিত্র

একজোড়া আমের দাম ২ লাখ ৩১ হাজার টাকা

একজোড়া আমের দাম ২ লাখ ৩১ হাজার টাকা

ফলের রাজা যদি আম হয় তবে আমের রাজার খোঁজ চলতেই পারে। এবার সত্যি সত্যি আমের রাজাকেও খুঁজে পাওয়া গেল। দামের কথা ভেবে দেখলে একজোড়া আমের দাম যখন ২ লাখ ৩১ হাজার টাকা হতে পারে, তখন এই আমজোড়াকে রাজা মানতে আপত্তি থাকার কথা নয়। জাপানে মিলেছে এই দুর্লভ আমজোড়া। সেখানে একজোড়া আম কিনতে গেলে আপনাকে হাজার ডলার খরচ করতে হবে। নিলামে ওঠা এই আমজোড়ার দাম শূন্যে অবিশ্বাস্য মনে হলেও জাপানে সম্প্রতি একজোড়া আম বিক্রি হয় তিন হাজার ডলারে। এই দামে আমজোড়া বিক্রি করতে পেরে তো বিক্রেতা খুবই বেশি। এমনিতেই জাপানে ফলের দাম খুব বেশি। তার সঙ্গে সুস্বাদু আম যোগ হওয়ায় দামটা একটু চড়া হবে তা কি আর বলতে হয়। জাপানের কিয়েডো পত্রিকার বরাত দিয়ে জানা যায়, 'টাইয়ো নো তামাগো' যেটাকে জাপানিরা বলেন সূর্যের ডিম। এই ব্র্যান্ডের আম দুটি দেশের দক্ষিণাঞ্চলীয় মিয়াজাকি থেকে বিমানে করে ফুকুওকার ডিপার্টমেন্টাল স্টোরে আনা হয়েছিল। সেখানেই নিলামের আয়োজন করে আম দুটি বিক্রি করা হয়। দামও ওঠে চড়া। তিন হাজার ডলারে এক ভোক্তা আম দুটি কিনে নেন।

 

সর্বশেষ খবর