বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

রঙিন নদী

জলের রং হবে স্বচ্ছ। কিন্তু এমনও নদী রয়েছে যার জলের রং স্বচ্ছতো নয়ই বরং রংধনুর মতো বর্ণিল। নানা রঙের জল দিব্যি বয়ে যাচ্ছে এই নদীটি দিয়ে। পৃথিবীতে যে বিচিত্রতার শেষ নেই সেটাই যেন মনে করিয়ে দিচ্ছে এই বিচিত্র রঙিন নদীটি। পৃথিবীতে কত যে রং রয়েছে এই নদীটি না দেখলে বিশ্বাস হবে না। ফুলের বাগানেও এত রঙের খেলা নেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী এটি যেখানে ফুটে উঠেছে রংধনু রঙের মিশ্রণ। এই নদীকে অনেকে চেনে দ্য রিভার অব ফাইভ কালার বলে। পাঁচটি রঙে যদিও নদীটির অফিসিয়াল নাম হচ্ছে সায়ো ক্রিস্টাল, অনেকে বলে থাকেন এটি স্বর্গ থেকে বহমান নদী। আসলে এমন রঙিন নদী পৃথিবীতে বিরল। এত সুন্দর রঙের স্রোত যা না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। ১০০ কি.মি দীর্ঘ নদীটি কলম্বিয়ার দুর্গম পাহাড়ি পথে বয়ে চলেছে। পাথর-শ্যাওলা-জলজ উদ্ভিদ ও নীল পানিতে লাল, হলুদ, সবুজ, কমলা, গোলাপি রঙের অসাধারণ এক সমারোহ ভেসে ওঠে এই নদীর পানিতে। প্রতিটা ঋতু পরিবর্তনের সঙ্গে এই নদীও সেজে ওঠে ভিন্ন রঙের সাজে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে রঙের এই খেলা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো থাকে। জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এখানে পর্যটকদের যাতায়াত বেশ কয়েক বছর বন্ধ থাকলেও ২০০৯ সাল থেকে তা আবার উন্মুক্ত করা হয়। ফলে পর্যটকরা আবারও অনন্য সুন্দর নদীটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

সর্বশেষ খবর