মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেলজয়ী

পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেলজয়ী

এবারের শান্তিতে নোবেলজয়ী দুজনের একজন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। নোবেল প্রাপ্তির পাশাপাশি সবচেয়ে বেশি আলোচিত চরিত্র সে। এর কারণ মালালা পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। নোবেল প্রদানের দীর্ঘ ইতিহাসে অন্যরকম এ মর্যাদা লাভ করেছে মালালা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকায় এগিয়ে থাকা পাকিস্তানের সোয়াতকন্যা গতবারও নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন তালিকায় ছিলেন। এ বিশ্ব তার এ অসামান্য অবদানকে উপেক্ষা করতে পারেনি। তাই বয়সে নবীন হলেও যোগ্য হিসেবেই মালালা এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত হলেন। জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার থেকে শিশুশিক্ষা প্রতিষ্ঠায় তাকে আইকন হিসেবে দেখেছে নোবেল কমিটি। একদিকে মৃত্যুর সঙ্গে খেলা করে জীবনের দিকে এগিয়ে যাওয়া, অন্যদিকে নিজের শান্তিময়তার ভাবনাকে আরও পোক্ত করা। সেই সঙ্গে রয়েছে হামলাকারী জঙ্গিদের অব্যাহত চোখ রাঙানি। এমন বন্ধুর পথ মারিয়ে সারা বিশ্বে শান্তির জন্য উপমা হয়ে ওঠা নাম একটাই। আজ মালালা পৃথিবীর ইতিহাসে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী।

 

 

 

সর্বশেষ খবর