মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

চিকিৎসায় তিন গবেষক

চিকিৎসায় তিন গবেষক

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী তিন গবেষক হলেন- যুক্তরাজ্যের গবেষক জন ও কিফ এবং নরওয়ের বিজ্ঞানী দম্পতি মে-ব্রিট মোসার ও এডওয়ার্ড মোসার। তারা তিনজনই স্নায়ুবিজ্ঞানী। এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, শত শত বছর ধরে দার্শনিক ও বিজ্ঞানীরা যে সমস্যার উত্তর খুঁজছেন তারই সমাধান করেছেন এ তিনজন। আলঝেইমার রোগীরা কেন তাদের চারপাশের পরিবেশ চিনতে পারেন না- তা বুঝতে এই তিন বিজ্ঞানীর গবেষণা পথ দেখাবে বলেও আশা করা যাচ্ছে। ওকিফ জানান, আমাদের অবস্থানের ওপর ভিত্তি করে মস্তিষ্কে একটি মানচিত্র তৈরি হয় তিনি এর নাম দেন স্পেস সেল। অন্যদিকে গবেষক দম্পতি মে-ব্রিট ও এডওয়ার্ড মস্তিষ্কের অন্য একটি অংশ খুঁজে বের করেন, যা অনেকটা সমুদ্রগামী জাহাজের মানচিত্রের মতো কাজ করে। এই স্পেস ও গ্রিড সেল যৌথভাবে আমাদের মস্তিষ্কে একটি পজিশনিং সিস্টেম বা জিপিএস হিসেবে কাজ করে। আলঝেইমার বা স্মৃতিলোপ পাওয়ার মতো রোগের ক্ষেত্রে মস্তিষ্কের এ জিপিএস ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, ফলে রোগী তার আশপাশের পরিবেশ চিনতে পারেন না।

 

 

 

সর্বশেষ খবর