শিরোনাম
বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

এরিক ফিনম্যান (বয়স ১৫)

এরিক ফিনম্যান (বয়স ১৫)

নিজেই শিক্ষার্থী, নিজেই শিক্ষক। এ বয়সেই শিক্ষক হয়ে উঠেছেন লাখো কোটি শিক্ষার্থীর। তাকে সবাই জানে স্যার হিসেবেই। বোটাংগেল ডট কম ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা এরিক ফিনম্যান তার জাদুকরী প্রতিভার স্বাক্ষর রাখছেন ভিডিও শিক্ষা প্রসারে। বিনামূল্যে ভিডিও কলের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন শিক্ষা। সীমাবদ্ধ শিক্ষার দুয়ার ভেঙে খুলেছেন অসীম সম্ভাবনার দুয়ার। যারা সশরীরে স্কুল বা কলেজে যেতে চায় না তাদের জন্য শিক্ষা প্রসারে তারই অগ্রণী ভূমিকা নতুন করে শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারিত করেছে। দুই বছর আগে যখন সে এই কার্যক্রম শুরু করে তখন মাত্র এক হাজার ডলার পুঁজি ছিল। তার ডাকে সাড়া দিয়ে অনেকেই তাকে ভিডিও কল শুরু করে। ভিডিও কলিংয়ের মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে সফলতা এতই বেশি ছিল যে, বর্তমানে তার পুঁজির পরিমাণ এক লাখ মার্কিন ডলার! অবিশ্বাস্য শোনালেও মাত্র দুই বছরে তার অর্থের জোগান এসেছে ভিডিও কলিংয়ের মাধ্যমে শিক্ষা সহজলভ্য করায়।

 

 

সর্বশেষ খবর