বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মালালা ইউসুফজাই (বয়স ১৭)

মালালা ইউসুফজাই (বয়স ১৭)

পাকিস্তানের সোয়াত কন্যা মালালা ইউসুফজাই বয়স এখন ১৭। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল জয় করেছেন এই বয়সেই। নারী শিক্ষার প্রসারে তাকে দেখা হচ্ছে এই দশকে অনন্য ব্যক্তিত্ব হিসেবে। দুই বছর আগে বিবিসি ব্লগে লেখালেখি শুরু করেন তিনি। তালেবানরা যখন নিষিদ্ধ করল কোনো মেয়ে স্কুলে পড়াশোনা করতে পারবে না তখন তার বিরুদ্ধে অবিরত লিখে যান মালালা। এ ঘটনার পর তাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি দমে যাননি। নারী শিক্ষার পক্ষে লেখালেখি চালিয়ে যান। এরপর তালেবানরা তার স্কুল বাসে উঠে গুলি করে তার মাথায়। সারা বিশ্বে তোলপাড় শুরু হয় মালালাকে নিয়ে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী শিক্ষার গুরুত্বের কথা বলে চলেছেন। নারী শিক্ষা প্রসারে তাকে আইকন হিসেবে দেখা হচ্ছে। ২০১৪ সালে মালালা ভারতীয় কৈলাশের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার জিতে নেন। এরই মধ্যে মালালা গড়ে তুলেছেন মালালা ফান্ড। এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া সিরিয়ান রিফিউজি শিশুদের এবং নাইজেরিয়ান অপহৃত শিশুদের উদ্ধারে তার ফান্ড ব্যবহৃত হচ্ছে।

 

 

সর্বশেষ খবর