বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

জ্যাক দ্য রিপার

জ্যাক দ্য রিপার

অপরাধী জ্যাক। তাকে ঘিরে যুগে যুগে তৈরি হয়েছে অনেক মিথ। বিশেষ করে 'দ্য ফিফথ মোস্ট অ্যামেজিং ক্রাইমস অব দ্য লাস্ট ফিফটি ইয়ারস' বইটিতে জ্যাক দ্য রিপারের কোনো ছবি না থাকায় তৈরি হয় বাড়তি কৌতূহল। অনেকের কাছেই প্রশ্ন জ্যাক কে ছিলেন। অন্য সিরিয়াল খুনিদের চেয়ে এই একটা মাত্র প্রশ্নই জ্যাককে করেছে রহস্যময় চরিত্র। জ্যাক কি ছিল কোনো রাজপুরুষ? সে কতগুলো হত্যা করেছিল? এমনকি এটাও বিতর্কের বিষয় ছিল সে কে? তবে যেটুকু জানা যায় তাতে ১৮৮৮ সালের শেষ ভাগে সংঘটিত হয়েছিল অন্তত পাঁচটি নৃশংস খুন। তার মধ্যে চারটি লন্ডনের হোয়াইট চ্যাপেল জেলায় রাতের বেলায়। শিকারদের সবাই ছিল দেহপপোজীবী, যদিও তারা কেউ পেশাদার ছিল না। আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো লন্ডনে, রাস্তায় রাস্তায় মিটিং বসল, হোয়াইট চ্যাপেল রাতে পাহারা দেওয়ার জন্য দল গঠন করল নাগরিকরা। হাজার হাজার মানুষকে জেরা করে অবশেষে ছেড়ে দেওয়া হলো, কালো ব্যাগওয়ালা অনেকের ওপর ঝাঁপিয়ে পড়ল জনতা, চাকরিতে ইস্তফা দিলেন পুলিশ কমিশনার। পরে ১৮৮৯ সালে হোয়াইট চ্যাপেল এলাকায় আরও দুটি খুন হয় যা দুজনই পতিতা। কিন্তু আমরা কোনো দিনই জানতে পারব না এই দুই হত্যার জন্য রিপার দায়ী কিনা।

১৮৮৮ সালে জর্জ বার্নার্ড শ সাংবাদিকদের কাছে একটা চিঠি লেখেন যে, আসলে হত্যাকারী একজন সমাজ সংস্কারক। তবে সে যেই হোক অপরাধী হিসেবেই তাকে ইতিহাসে চিহ্নিত করা হয়েছে।

 

 

 

সর্বশেষ খবর