বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

কিং আর্থার

কিং আর্থার

এ সময়ে এসেও কিং আর্থার রহস্যের কূল-কিনারা করতে পারেনি কেউ। তাই এখন যখন তালিকা করা হয় প্রাচীন কোনো কোনো রহস্য এখনো অটুট হয়ে রয়েছে তখন স্বাভাবিকভাগেই কিং আর্থার রহস্যটি উঠে আসে। কিং আর্থার ছিল উথার পেনড্রাগনের ছেলে, যে গ্রেট ব্রিটেনের উপকথার একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সেখানে সে যুদ্ধ এবং শান্তির জন্য একজন আদর্শ রাজার চরিত্র হিসেবে আবির্ভূত হয়। ইতিহাস অনুসারে তিনি ছিলেন একজন রোমান এবং মধ্যযুগের কিংবদন্তির ব্রিটিশ নেতা, যে ৬ষ্ঠ শতাব্দীর আগের স্যাঙ্ন আক্রমণকারীদের বিরুদ্ধে ব্রিটেনের প্রতিরক্ষার নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছিল। ধারণা করা হয়, কিং আর্থার একটি আসল মানুষের জীবনীতে গড়ে ওঠা কাল্পনিক চরিত্র।

কিং আর্থার, তার ম্যাজিক নিয়ে যুগে যুগে অসংখ্য মিথ গড়ে উঠেছে। মিথ বলে যে তার তলোয়ারটি পাথরের ভিতর আটকানো ছিল। ৬ষ্ঠ শতাব্দীতে তিনি ইংল্যান্ড, আইয়ারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও গল রাজ্য জয় করেন। ইতিহাসবিদদের মতে, ২য় শতাব্দীর রোমান কমান্ডার লুসিয়াস আর্টেরিস কাসটাসই হলো কিং আর্থার। তবে তাকে ঘিরে মিথ থেমে থাকেনি। কল্পকাহিনী নিয়ে যায় প্রাচীন নগরী রোমে। এই নগরীর হ্যাডরিয়ান্স ওয়াল সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল 'ব্রিটানিয়া' শাসন করতেন রোমান পরিবারের যোগ্য উত্তরাধিকারী 'কিং আর্থার'। তবে রাজ্য পরিচালনা শুরুর কিছু দিনের মধ্যেই বিষণ্নতায় আক্রান্ত হন তিনি। হঠাৎ একদিন অজানা জাদুবলে বন্দী হয়ে চেতনা হারিয়ে ফেলেন তিনি। রাজ্য অধিপতির এমন অবস্থার কথা জানতে পেরে হ্যাডরিয়ান্স ওয়ালের আরেকজন ক্ষমতার উন্মাদ শাসক অধিপতি এই ব্রিটানিয়া রাজ্য দখলে আগ্রহী হয়। তবে সম্মুখ সমরে রাজ্য দখলের ক্ষমতা ফোমোরিয়ান্সের ছিল না বলে কালো জাদুর প্রয়োগ ঘটিয়ে রাজ্য দখলের নীলনকশা করতে থাকে। তারই পরিকল্পনা মতে প্রথমে ব্রিটানিয়া রাজ্যে কালো জাদুর প্রয়োগ নিশ্চিত করতে ভেঙে ফেলা হয় 'হলি গ্রেইল'। এভাবেই শুরু হয় জাদুর খেলা। তার বিরুদ্ধে লড়ে যান কিং আর্থার। একদিকে জাদু অন্যদিকে সাহসী যোদ্ধা কিং আর্থারের বীরত্বের গল্প এখনো অটুট। কিন্তু কিং আর্থার রহস্যের মীমাংসা হয়নি আজও।

 

 

সর্বশেষ খবর