বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

বগ বডি

বগ বডি

বগ বডি রহস্যের সমাধান হয়নি আজও। অনেকেই মমি আর বগ বডিকে এক করে ফেলেন। কিন্তু এক নয়। মমি হলো সেসব বডি যেগুলো বিভিন্ন কেমিক্যালের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ার সংরক্ষণ করা হয় আর বগ বডি হলো প্রাকৃতিকভাবে যেসব বডি সংরক্ষণ হয়ে থাকে।

পৃথিবীজুড়ে এই সংরক্ষিত মৃতদেহকে বলে বগ বডি বা জলাজমির মানুষ! এ জমিতে পড়লেই নানা রাসায়নিক কারণে মৃতদেহ সংরক্ষিত হয়ে পরিণত হয় বগ বডিতে। এ পর্যন্ত ঠিক কতটি বগ বডি পাওয়া গেছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। কারণ সময়ের আবর্তে কিংবা আবিষ্কারের পর সংরক্ষণের অভাবে অনেক বগ বডিই নষ্ট হয়ে গেছে। আর আবিষ্কৃত এসব মমিগুলোকে বলে বগ মানুষ। আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীরা বগ বডিসের আদ্যোপান্ত জানার চেষ্টা করেছেন। বিজ্ঞানীরা জানতে পেরেছেন কয়েক হাজার বছর আগে ইউরোপের মানুষের জীবনযাত্রা কেমন ছিল। এও জানতে পেরেছেন তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল ইত্যাদি। এসব নিয়ে এখনো গবেষণা চলছে। ফরেনসিক বিশ্লেষণের আধুনিকতম কৌশল ব্যবহার করে চেষ্টা করা হচ্ছে বগ মানুষের রহস্য পরিপূর্ণভাবে উন্মোচনের। তাতে আরও কত সময় লাগবে কে জানে। এ যাবত আবিষ্কৃত বগ বডিগুলোর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে কোয়েলবার্গ নারী। আর বিজ্ঞানীদের দেওয়া তথ্যানুসারে এই নারীর জন্ম খ্রিস্টের জন্মের ৮ হাজার বছর আগে।

 

 

 

সর্বশেষ খবর