বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

রহস্যের স্টোনহেঞ্জ

রহস্যের স্টোনহেঞ্জ

রহস্যের স্টোনহেঞ্জ। এটি ২৫০০-৩০০০ বছরের পুরান একটি রহস্য। কে বা কারা এটা কেন বানিয়েছে তা আজও অজানা। ধারণা করা হয় এই চক্রটা ব্যবহার করা হতো আহত সৈন্যদের আরোগ্য লাভের ট্যাম্পল হিসেবে। এটি ইংল্যান্ডের উইল্টশায়ারের অ্যামাসবারির কাছে অবস্থিত। সমতল ভূমির প্রায় ৮ মাইল উত্তরে স্টোনহেঞ্জ অবস্থিত। এতে বৃত্তাকারে বড় বড় দণ্ডায়মান পাথর রয়েছে এবং এগুলোর চতুর্দিকে মৃত্তিকা নির্মিত বাঁধ রয়েছে। স্টোনহেঞ্জের গঠন খানিকটা জটিল। এর বাইরের দিকে একটি বৃত্তাকার পরিখা রয়েছে। প্রবেশপথটির কিছুটা দূরেই রয়েছে মাটির বাঁধ। এ বাঁধের ভিতর চতুর্দিকে বেষ্টন করে আছে ৫৬টি মৃত্তিকা গহ্বর। পাথরগুলোর মধ্যে আরও দুই সারি গর্ত বেষ্টন করে আছে। পাথরগুলোর গঠনের মধ্যে আছে দুটি বৃত্তাকার এবং দুটি ঘোড়ার খুরের নলের আকারবিশিষ্ট পাথরের সারি। এ ছাড়াও কতগুলো পৃথক পাথর রয়েছে অলটার স্টোন বা পূজা বেদীর পাথর বা শ্লটার স্টোন বা বধ্যভূমির পাথর। মাইক পারকার পিয়ারসন, স্টোনহেঞ্জ রিভারসাইড প্রজেক্টের প্রধান উল্লেখ করেন যে এটি এর জন্মলগ্ন থেকে কবর দেওয়ার সঙ্গে সম্পৃক্ত। স্টোনহেঞ্জ ১৫০০ বছর বিভিন্ন রকম গড়াপেটার মধ্য দিয়ে গেছে। স্টোনহেঞ্জ নিয়ে নানা রকম মতবাদ প্রচলিত থাকলেও এটি এখনো নিশ্চিত নয় ঠিক কি কারণে এবং কারা এটি নির্মাণ করেছিল। এ সময়ে এসেও স্টোনহেঞ্জ তাই বড় একটি রহস্য বয়ে চলেছে।

 

 

সর্বশেষ খবর