শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

রয়েছে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা

রয়েছে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা

নারীর দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা পুরুষের চেয়েও বেশি। এ কারণেই শারীরিকভাবে পুরুষের তুলনায় নারীরা সুস্থ থাকে বেশি। তারা সহজে রোগাক্রান্ত হয় না- গ্যান্ট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এ দাবি করেন। তাদের দেহে মাইক্রো আরএনএ বেশি থাকায় এই বৈচিত্র্য দেখা যায়। ডা. মায়া সালে আবিষ্কার করেছেন, কাসপাস বার নামক এনজাইমের কারণে নারীর দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি দেখা যায়। প্রচলিত যেসব রোগে একজন পুরুষ সহজে আক্রান্ত হয় নারীর সেই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তার চেয়ে কম। যে কারণে খুব সহজে ক্যান্সার বেড়ে যায় তার বিপরীতে নারীর দেহে এই রোগপ্রতিরোধ ক্ষমতা আগামীদিনে ক্যান্সার ঠেকাতে কাজে লাগানোর কথা ভাবছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

 

 

 

সর্বশেষ খবর