বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মাতৃত্ব করেছে অনন্য

মাতৃত্ব করেছে অনন্য

মনুষ্যপ্রজাতির সেরা গৌরব বলা হয় নারীর গর্ভধারণ ক্ষমতাকে। মাতৃত্ব নারীকে করেছে অনন্য। মানুষের বংশ পরম্পরায় বজায় রাখার জন্য নারীর গর্ভধারণ ও সন্তানের পুষ্টি জোগানে ভূমিকা সব কিছুকে ছাড়িয়ে যায়। বিজ্ঞানীরা বলে থাকেন, সন্তান জন্মদানের জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে একজন নারীর শারীরিক ও মানসিক সক্ষমতা নারীর ভিতরের সুপার পাওয়ার প্রমাণের জন্য উপযুক্ত। একটি সন্তান যে ধারাবাহিকতায় নারীর গর্ভে লালিত হয়ে আসে তার তুলনা হয় না। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই শারীরিক ও মানসিক পর্যায়গুলো মানুষের দেহে ও মনে থাকা অফুরন্ত শক্তি ও সম্ভাবনার কথা জানান দেয়। সৃষ্টিগত এই বিস্ময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ একজন নারী। গর্ভে সন্তান থাকা অবস্থায় একজন নারীর দেহে যে প্রক্রিয়াগুলো অবিরত চলতে থাকে তার বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত হয়েছেন। এ ছাড়া সন্তান জন্মানোর পরও একজন মায়ের ভূমিকা পর্যালোচনা করে দেখা যায়, নারীর ভিতরে জেগেওঠে একটি নতুন মানুষ। আধুনিক বিজ্ঞান এ নিয়ে বিস্তর গবেষণা করলেও এখনো জানে না, ঠিক কীভাবে নারী এই সুপার পাওয়ার অর্জন করেছে।

 

 

 

সর্বশেষ খবর