বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মানসিক চাপেও দক্ষতা বাড়ে

মানসিক চাপেও দক্ষতা বাড়ে

জীবনে হাজার ধরনের চাপ রয়েছে। এ ধরনের মানসিক চাপে সহজেই ভেঙে পড়ে মানুষ। কিন্তু গবেষণায় দেখা যায়, মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে নারীরা এগিয়ে। নারীর ভিতরে এই সুপার পাওয়ার নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে, নারীরা মানসিক চাপে তাদের কর্মদক্ষতা ধরে রাখতে সক্ষম হয়েছে। নিজের কাজের বাইরেও অন্য কাজ হাতে নিতে তাদের আগ্রহ দেখা যায়। সব মিলিয়ে ফলাফল বলছে মানসিক চাপেও নারীর দক্ষতা বাড়ে। জর্জিয়া সিলানি বলেন, তিনি আশা করেছিলেন নারী এবং পুরুষ উভয়ই মানসিক চাপে একই ধরনের কর্মদক্ষতা প্রকাশ করবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, কিছু ক্ষেত্রে নারীরা মানসিক চাপেও সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পেরেছে।

 

 

 

সর্বশেষ খবর