বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দেখতে পায় রঙের দুনিয়া

দেখতে পায় রঙের দুনিয়া

একজন পুরুষের তুলনায় একজন নারীর চোখে ধরা দেয় অজস্র রং। দুনিয়ায় কয়টি রং রয়েছে, সবাই হয়তো বলবেন সাতটি। কিন্তু একজন নারীর ক্ষেত্রে এর সংখ্যায় তারতম্য দেখা দেবে। আধুনিক বিজ্ঞান দাবি করে একজন নারী পৃথিবীর দেখতে না পাওয়া রংগুলোও দেখতে পায়। এবং সংখ্যাটি ১০০ মিলিয়নেরও বেশি। অবাক শুনালেও বিজ্ঞানী ইজরাইল আব্রামোব এমনটি দাবি করে হৈচৈ ফেলে দেন। মানুষের দৃষ্টিশক্তি নিয়ে যে আশ্চর্যজনক পরিসংখ্যান দেখা দেয়, তা থেকে বোঝা যায়, নারীর দেখতে পাওয়া রঙের সংখ্যাটি। জন্মগতভাবেই একজন নারী এত বেশি রং দেখতে পায়। মৌলিক রঙের পাশাপাশি বহু রঙের স্তরও তারা দেখতে পায়।

 

 

 

সর্বশেষ খবর