শিরোনাম
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বুর্জ খলিফা

বুর্জ খলিফা

বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল, ১৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিত 'বুর্জ খলিফা'। একুশ শতকের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে দুবাইতে। রকেটের মতো দেখতে এ ভবনটি ২ হাজার ৭১৭ ফুট উঁচু। ৬০ মাইল দূর থেকেও ভবনটি দেখা যায়। ভবনের ৭৬ তলায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সুইমিংপুল ও ১৫৮ তলায় সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ। নির্মাণের সময় নাম ছিল বুর্জ দুবাই। তবে আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনের নাম বুর্জ দুবাইয়ের পরিবর্তে বুর্জ খলিফা রাখা হয়েছে। ৬ লাখ বর্গফুটবিশিষ্ট এ ভবনে একসঙ্গে ১২ হাজারেরও বেশি লোকের সমাবেশ হতে পারে। বুর্জ ভবনে ৫৪টি এলিভেটর বা লিফট আছে।

 

 

সর্বশেষ খবর