রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

বারাক ওবামা

বারাক ওবামা

পৃথিবীর অন্যতম প্রভাবশালী মানুষ তিনি। নামটি শুনলেই হাস্যোজ্জ্বল একটি চেহারার ছবি ভেসে আসে যেন মনের ভিতরে। তবে হাসির পাশাপাশি কঠিন কঠিন সব কাজ করে যাওয়া এ মানুষটিকে এখন অবধি নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্টদের ভিতরে থাকা অন্যতম খ্যাতিসম্পন্ন, জনপ্রিয় ও দায়িত্বশীল বলে মনে করা হয়।

হার্ভার্ডে নিজের পড়াশোনা শেষ করেন তিনি। কালো চামড়ার কোনো আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে কাজ করে আমেরিকা তো বটেই, পৃথিবীর ইতিহাসে তোলপাড় ফেলে দেন তিনি। তার লিবিয়াতে নো ফ্লাই জোন ঘোষণা করা, ওসামা বিন লাদেনকে হত্যা করা, স্টার্ট আর্ম ট্রিটিতে চুক্তির মাধ্যমে রাশিয়ার সঙ্গে আমেরিকার বহু পুরনো সম্পর্ককে খানিকটা হলেও জাগিয়ে তোলা, ইরাকের হামলা বন্ধ করা ইত্যাদি কাজের জন্য বেশ জনপ্রিয় তিনি সবার কাছে। ২০০৭ সালে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চেষ্টার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় বারাক ওবামাকে। এত গুণসম্পন্ন এ মানুষটির জন্ম হয় ১৯৬১ সালের ৪ আগস্ট হাওয়াইয়ের হনোলুলুতে। বর্তমানে ৪৪তম আমেরিকান প্রেসিডেন্ট তিনি।

 

 

 

সর্বশেষ খবর