রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মাইকেল জর্ডান

মাইকেল জর্ডান

বাস্কেটবলের ইতিহাসে ব্যাপক জনপ্রিয় এ মানুষটিকে এখনো ভক্তিভরে স্মরণ করা হয় এনবিএকে দাঁড় করানোর জন্য। অনেক চেষ্টার পর তিনি এনবিএকে খ্যাতির চরম সীমানায় নিয়ে যান। ১৯৬৩-এর ১৭ ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ব্রুকলিতে জন্ম নেওয়া এ মানুষটি ছোটবেলা থেকেই ভালোবেসে ফেলেছিলেন বাস্কেটবলকে। বাস্কেটবলের পাশাপাশি ফুটবলও খেলতেন জর্ডান। তবে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানকার বাস্কেটবল দল থেকে শুধু উচ্চতায় খাটো হওয়ার কারণে বাদ দিয়ে দেওয়া হয় তাকে। প্রচণ্ড কষ্ট ও হতাশায় ভুগতে থাকেন জর্ডান। জেদও কাজ করা শুরু করে এ সময় তার ভিতরে। প্রচণ্ড পরিশ্রম করা শুরু করেন তিনি। লক্ষ্য ঠিক করেন। যে করেই হোক বাস্কেটবল খেলোয়াড় তাকে হতেই হবে। পরিশ্রমের ফলাফলও পেয়ে যান তিনি একটা সময়ে এসে। অনেক পুরস্কার আর সম্মাননায় অভিষিক্ত জর্ডানকে প্রথম আফ্রো-আমেরিকান পুরুষ হিসেবে সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে মর্যাদা দেওয়া হয়। বর্তমানে বাস্কেটবল খেলার মাঠে তাকে একজন আদর্শ মানা হয়। বর্তমানে তিনি চার্লোট ববক্যাটস নামক উত্তর ক্যারোলিনের একটি বাস্কেটবল দলের প্রশিক্ষক ও মালিক হিসেবে কর্মরত আছেন। এমনিতে তাকে সবাই এমজে বলে চিনে থাকলেও খেলোয়াড়ের পরিচিতির পাশাপাশি আরেকটি পরিচিতিও আছে মাইকেলের। নাইকি এয়ার জর্ডান নামের একটি স্নিকার বানান তিনি। ১৯৯৬ সালে এতকিছুর পাশাপাশি নিজেকে নিয়ে বানানো ফিচার ফিল্ম স্পেস জ্যাম তৈরি করেন।

 

 

সর্বশেষ খবর