রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

অপরাহ উইনফ্রে

অপরাহ উইনফ্রে

দ্য অপরাহ উইনফ্রে শো খ্যাত এই নারী কেবল একজন অভিনেত্রী ও উপস্থাপকই নন, তিনি বেশ জনপ্রিয় একজন মানবপ্রেমীও। বিজনেস উইকের ৫০ জন বিশ্ব মানবপ্রেমীর তালিকায় প্রথম কোনো কালো চামড়ার মানুষ হিসেবে নাম লিখিয়েছেন অপরাহ। আমেরিকার ইতিহাসে অন্যতম একজন মানবপ্রেমী হিসেবে খ্যাত তিনি। ১৯৫৪ সালে জন্ম নেওয়া এ নারীকে ছোটবেলায় যেতে হয় কঠোর দারিদ্র্য ও দুঃখ-কষ্টের ভিতর দিয়ে। রেডিওতে প্রথম একজন সহকারী কথাশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন অপরাহ। আর তারপরই উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন টিভি শো- দ্য অপরাহ উইনফ্রেতে। খুব দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যায় অনুষ্ঠানটি। অনেক পুরস্কারও জিতে নেন সহজেই। আমেরিকার সবচেয়ে ধনী ৪০০ জনের ভিতরে প্রথম কোনো আফ্রো-আমেরিকান হিসেবে জায়গা করে নিয়েছেন অপরাহ। তাও আবার একেবারে সামনের সারিতেই। বর্তমানে ৬৫ বছর বয়স্ক এ অভিনেত্রী ব্যস্ত আছেন নিজের পরবর্তী ছবি সেলমা নিয়ে। ৭৫ মিলিয়ন আয় করা এ মিডিয়া ব্যক্তিত্বকে ২০১৩ সালে পৃথিবীর সবচেয়ে ধনী নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত অপরাহ প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান বারাক ওবামার কাছ থেকে। অভিনয় ও উপস্থাপনা ছাড়াও লেখালেখির সঙ্গে যুক্ত আছেন অপরাহ। অপরাহ উইনফ্রে নেটওয়ার্ক নামের একটি নেটওয়ার্ক আছে তার।

 

 

সর্বশেষ খবর