মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রক্তপায়ী পিশাচ মানব

সাদিয়া ইসলাম বৃষ্টি

রক্তপায়ী পিশাচ মানব

মাছ-মাংস, ভাত-রুটি থেকে শুরু করে বার্গার-পিৎজা, দই-রসগোল্লা কত কিছুই তো খায় মানুষ। খাবার নিয়ে হরহামেশা চালায় নানা ধরনের এঙ্পেরিমেন্টও। ঘাস, লতা-পাতা থেকে শুরু করে ব্যাঙ কিংবা আরশোলা, কিছুই বাদ পড়ে না মানুষের খাবারের তালিকা থেকে। তা খাবেই না বা কেন? একটু ভালো খেয়ে-পরে ভালোভাবে বেঁচে থাকার জন্যই তো মানুষের এত রাজ্যের কাজ করা। তাই খাবার নিয়ে একটু বাড়াবাড়ি তো করতেই পারে মানুষ। তাতে দোষের কি? সত্যিই! নিজের পছন্দ মতো খাবার খাওয়ার স্বাধীনতা সব মানুষেরই আছে। কিন্তু তাই বলে রক্ত? কি? অবাক হচ্ছেন? ভাবছেন মানুষ আবার রক্তও খায়! ভ্যাম্পেয়ার না তো! না। ভ্যাম্পেয়ার নয় ওরা। কিন্তু ভ্যাম্পেয়ারের সঙ্গে একটা সাদৃশ্য রয়েছে ওদের। আর সেটা হলো এদের দুজনেরই প্রিয় খাবার রক্ত। আজকে আপনাদের শোনাব এমন কিছু মানুষরূপী ভ্যাম্পেয়ারের গল্প।

 

 

সর্বশেষ খবর