মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মহেশ

মহেশ

আমাদের সবার ধারণা রক্তপিয়াসী কিংবা মানসিক বিকারগ্রস্ত মানুষের মধ্যে পশ্চিমা লোকজনই বেশি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এ উপমহাদেশেও এরকম মানুষের সংখ্যা কম নয়। রক্তপিয়াসী মানুষের তালিকার প্রথম নামটিই একজন ভারতীয়র।

ঘটনা ২০১১ সালের। হঠাৎ করে সবার চোখ ছানাবড়া হয়ে যায় খবরের পাতায় ছাপা ছোট্ট একটা খবর দেখে। খবরটি আর কাউকে না, ভারতের মধ্য প্রদেশের এক গৃহস্থ মহেশকে নিয়ে। এর কিছুদিন আগেই মহেশের স্ত্রী তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। চলে যায় না বলে বলা ভালো একরকম পালিয়েই যায়। না পালিয়ে উপায় কি? তার স্বামী যে একজন ভয়ঙ্কর রক্তপায়ী মানুষ। মহেশের স্ত্রী দীপা জানায়, বিয়ের পর থেকেই একটানা তিন বছর ধরে তার রক্ত পান করে আসছিল মহেশ। মাঝখানে একবার প্রতিবাদ করলে দীপাকে মেরে ফেলার হুমকি দেয় মহেশ। ফলে চুপচাপ প্রতিদিন স্বামীর কথানুযায়ীই কাজ করে আসছিল দীপা। মহেশ প্রতিদিন রাতে সিরিঞ্জ দিয়ে দীপার শিরা থেকে খানিকটা রক্ত বের করে নিত আর সেটা গ্লাসে ঢেলে পান করত বলে জানায় দীপা। এর মধ্যেই দীপার গর্ভে আসে তাদের প্রথম সন্তান। সন্তান জন্মের পর স্বামীর এমন অত্যাচার আর সহ্য করতে না পেরে একটা সময় পালিয়ে কোনরকমে বেরিয়ে আসে দীপা মহেশের হাত থেকে।

 

 

সর্বশেষ খবর