বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফ্রাঙ্ক লুকাস

ফ্রাঙ্ক লুকাস

আমেরিকান হেরোইন ব্যবসায়ীদের তালিকায় শীর্ষে থেকেছেন বহু বছর। মাদক ব্যবসায়ী হিসেবে পৃথিবীজুড়ে তার কুখ্যাতি ছড়িয়ে আছে। ১৯৩০ সালের ৯ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কুখ্যাত মাদক ব্যবসায়ী পৃথিবীর অন্যতম শীর্ষ কালো টাকার মালিক। গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে তিনি সরাসরি হেরোইন কিনে বিক্রির মাধ্যমে তার উত্থান। দক্ষিণ-পূর্ব এশিয়া ও যুক্তরাষ্ট্রের হেরোইনের চালান পুরোটাই নিয়ন্ত্রণ করতেন তিনি। এই বিশাল অঞ্চলে তার সঙ্গে পাল্লা দেয় এমন দ্বিতীয় কোনো মাদক ব্যবসায়ী নেই। যে কারণে তিনি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠতে শুরু করেন এবং এক পর্যায়ে সবাইকে ছাড়িয়ে যান। মাদক চোরাকারবারিতে তার মতো ধূর্ত মানুষ খুব কমই ইতিহাসে দেখা গেছে। গাছের গুঁড়ির ভেতর থেকে শুরু করে মৃত মানুষের কফিনে ভরে হেরোইন পাচারের ঘটনা তার নামটাকেই স্মরণ করিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বারবার তিনি পালিয়ে গেছেন এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। এ কারণে তার মাথায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও তাকে ধরতে পারেনি কেউ। ফ্রাঙ্ক লুকাসকে বলা হয় আধুনিক মাদক ব্যবসায়ীদের আইকন। মাদক ব্যবসায়ী বলতে অস্ত্র আর টাকার যে ক্ষমতার দুর্দাণ্ড প্রতাপের চিত্র আমরা দেখতে পাই, তার পুরোটাই ছিল তার। ১৯৭৬ সালে তাকে গ্রেফতার করে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

 

 

 

সর্বশেষ খবর