বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ম্যানুয়েল নরিগা

ম্যানুয়েল নরিগা

ম্যানুয়েল নরিগা। সিআইএ একসময় চোখে অন্ধকার দেখেছে তার কারণে। পৃথিবীর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা ম্যানুয়েল নরিগার ব্যাপারে তথ্য খুঁজতে গিয়ে রীতিমতো ঘোলা পানিতে ডুবতে থাকে। নরিগাকে মাদক ব্যবসায় 'লর্ড' নামেও ডাকা হতো। পানামার নাগরিক নরিগা মাদক পাচারে যে কোনো সময়ের কুখ্যাত পাচারকারীদের তালিকায় শীর্ষের দিকেই থাকবেন। ড্রাগ স্মাগলিং ও মানি লন্ডারিংয়ে তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই ছিলেন। ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি একাই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন। অস্ত্র ব্যবসায়ীদের কাছে টাকার বিনিময়ে মাদক বিক্রির মাধ্যমে তিনি এই পথে আসেন। পরবর্তী সময়ে তিনি শুধু মাদক ব্যবসায়ই মন দেন এবং এক পর্যায়ে সবাইকে ছাড়িয়ে যান। মাদক ব্যবসায় তাকে 'লর্ড' মানার অন্যতম কারণ ছিল অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে তার সুসম্পর্ক। মানুষ খুন করতেও তার বাধত না। বহু বছর পুলিশের চোখে ধুলা দিয়ে চললেও শেষ বয়সে তিনি গ্রেফতার হন এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।

 

 

 

সর্বশেষ খবর