বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইসমাইল গার্সিয়া

ইসমাইল গার্সিয়া

১৯৪৮ সালে জন্ম নেন ইসমাইল গার্সিয়া। তরুণ বয়সেই অপরাধের পথে পা মাড়ান তিনি। সেখান থেকে আর ফেরা হয়নি তার। শুরুতে নিজে মাদক নিতেন। পরে ধীরে ধীরে জড়িয়ে পড়েন মাদক ব্যবসায়। এক সময় পৃথিবীর শীর্ষ মাদক ব্যবসায়ী বনে যান। তার আতঙ্কে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা পর্যন্ত তটস্থ থাকত। তার কথার অমান্য হওয়া মানেই মৃত্যু। এই মেঙ্কিান ড্রাগ ডিলার বিভিন্ন কৌশলে এক দেশের সীমান্ত দিয়ে অন্য দেশে মাদক পাচার করতেন। পৃথিবীর সবচেয়ে বড় কোকেন-হেরোইনের চালান পাঠাতেন তিনি। সিকাগো শহরের লর্ড মানা হতো তাকে। তার বাহিনী ছিল ভয়ানক সব সন্ত্রাসী নিয়ে। ট্রেন, জাহাজ, বিমান এমনকি সাবমেরিনে করেও তার মাদকের চালান যেত আমেরিকার বিভিন্ন স্থানে। আমেরিকার সিংহ ভাগ মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতেন ইসমাইল গার্সিয়া।

 

 

 

সর্বশেষ খবর