বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

পৃথিবীর নৈসর্গিক গ্রাম

তানভীর আহমেদ

পৃথিবীর নৈসর্গিক গ্রাম

গার্মিচ পার্টেনকির্চেন, জার্মানি

পৃথিবীর বিখ্যাত পর্বতমালার সারি। নিচ দিয়ে বয়ে গেছে স্বচ্ছজলের ধারা। এখানেই গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম বলে খ্যাত গার্মিচ পার্টেনকির্চেন। জার্মানির প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামের নৈসর্গিক দৃশ্য যে কারও চোখ ধাঁধিয়ে দেবে। পরিষ্কার শ্যামল পরিবেশ যেন গ্রামের চিরাচরিত দৃশ্যকেই স্মরণ করিয়ে দেয়। জুগজপিৎজে পর্বত ঘিরে রয়েছে এই গ্রামটিকে। এই গ্রামের উচ্চতা প্রায় তিন হাজার মিটার। সব সময়ই মেঘলা আবহাওয়া আর নির্মল হাওয়া বয়ে চলে এই গ্রামের ওপর দিয়ে। পরিবেশ এতটাই সিগ্ধ যে, এখানে ক্লান্ত শরীরও অফুরন্ত আনন্দে ভাসে। মনে হবে পৃথিবীর সব জটিলতা থেকে মুক্ত এক স্বর্গীয় পরিবেশ এখানে বিরাজ করছে। এই ছোট গ্রাম দুটি আলাদা আলাদা টুকরো মিলে গঠিত হয়েছে। একটি অংশ পর্বতঘেঁষে গড়ে উঠেছে অন্যটি পর্বত থেকে একটু দূরে জলধারা ঘেঁষে। এখানে দুই ধরনের সংস্কৃতির সম্মিলনও ঘটেছে। এই বৈচিত্র্য গ্রামটিকে অন্য দশটি গ্রাম থেকে সহজে আলাদা করে পরিচয় করিয়ে দেয়। এক অংশে চর্চা হয় রোমান সংস্কৃতি অন্য অংশে চর্চা হয় টিউটনিক সংস্কৃতি। এই দুটি গ্রাম মিলে একুট বড় গ্রাম হিসেবে পরিচিত। আলাদা আলাদা সংস্কৃতি হলেও এদের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে যে কারণে যুগে পর যুগ এরা একে অন্যের সঙ্গে সুন্দরভাবেই বসবাস করছে। এখানে নেই কোনো হানাহানি সেই শহুরে ব্যস্ততার চিত্র। কৃষি কাজই এখানকার মানুষের প্রধান পেশা। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে চাষাবাদ করে। সন্ধ্যা পর্যন্ত প্রকৃতির কোলেই কাটে তাদের সময়।

 

 

সর্বশেষ খবর