বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কোলমার, ফ্রান্স

কোলমার, ফ্রান্স

ফ্রান্সের একটি নিভৃতপল্লি কোলমার। নাগরিক জীবনের ব্যস্ততা নেই এখানে। নেই কোলাহল। তবে দিনে দিনে আধুনিক সভ্যতার অনেক সুযোগ-সুবিধাই এখানে যোগ হয়েছে। কিন্তু দিন পাল্টায়নি। গ্রামের মতো শান্ত পরিবেশ বিরাজ করছে এখানে। এখানকার মানুষরাও খুব চুপচাপ। তারা হৈ-হুল্লোড় পছন্দ করে না। এই শহরটির বয়স কিন্তু প্রায় ১২০০ বছর। এত পুরনো এই শহরের স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে প্রতিটি দালানের সঙ্গে। যদিও রং করে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে তবু নির্মাণশৈলী রয়েছে সেই সময়কারই। এখানে শহরের ভেতর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি লেক। এসব লেকের ধারে নির্মিত হয়েছে দালানগুলো। সুপ্রশস্ত সড়কের জন্য ফ্রান্স বিখ্যাত। ছোট্ট গ্রামটির নান্দনিক স্থাপনাগুলো, সড়ক ও মানুষের জীবনযাত্রা সব কিছুতেই জড়িয়ে আছে গ্রামের ছোঁয়া।

 

 

সর্বশেষ খবর