শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

হিমালয়ের গ্রাম, তিব্বত

হিমালয়ের গ্রাম, তিব্বত

হিমালয় পর্বতমালার আদরে ঘেরা গ্রাম রয়েছে তিব্বতে। তিব্বতের এই গ্রামগুলোর মতো সুন্দর গ্রাম পৃথিবীতে আর আছে কিনা তা নিয়ে জোর তর্ক বেধে যেতে পারে। হিমালয়ের কোলে এই গ্রামগুলোর শান্তশিষ্ট চিত্র গ্রামীণ পরিবেশের সিগ্ধতার কথা মনে করিয়ে দেয়। চারদিকে আকাশছোঁয়া পাহাড়, নিচে বিস্তৃত সবুজ আর পাথুরে সমভূমি সব মিলিয়ে হিমালয়ের পাদদেশের গ্রামগুলো অনন্য প্রাকৃতিক নৈসর্গ নিয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির কোলে। এই গ্রামগুলোতে যাতায়াতের জন্য নেই ভালো সড়ক। নেই যানবাহন। শুধু পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়েই কেবল এই গ্রামে যাওয়া যায়। এখানকার মানুষ খুব পরিশ্রমী। এই গ্রামে থাকা মানুষরা খুব বন্ধুত্বপরায়ণ। এরা মিলেমিশে থাকতে পছন্দ করে। এখানে মানুষের ভেতরের এই সহমর্মিতা গ্রামের চিরায়িত দৃশ্যেরই অবতারণা করে।

 

 

 

সর্বশেষ খবর