বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রেইন, নরওয়ে

রেইন, নরওয়ে

রেইনকে বলা হয় মাছ ধরার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম। এই গ্রাম রয়েছে নরওয়েতে। দেশটি এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। গ্রামটির নৈসর্গিক দৃশ্যাবলী যে কাউকে বিমুগ্ধ করবে। বিস্তৃত খালগুলোর স্বচ্ছজলে মানুষ সাধারণত মাছ ধরেই সময় কাটায়। এই গ্রামের মানুষ শান্তিপ্রিয়। কয়েকটি সবুজ পাহাড় ঘিরে রয়েছে গ্রামটিকে। অনেকটা দ্বীপের মতো ভেসে থাকা এই গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় স্বচ্ছ আকাশের দিকে তাকালে। মেঘ ভেসে বেড়ানো দৃশ্য পানিতে প্রতিচ্ছবি তৈরি করে আরেকটি প্রতিবিম্বের আকাশ। এখানকার প্রাণিবৈচিত্র্য উল্লেখযোগ্য। পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির। এখানে চলাচলের জন্য উন্নত সড়ক ব্যবস্থা নেই। এখানকার মানুষ একেবারেই নগরসভ্যতা থেকে বাইরে। তবে গত কয়েক দশকে উন্নত বাড়িঘর বানিয়েছে তারা। কৃষি কাজ করেই দিন যাপন তাদের।

 

 

 

সর্বশেষ খবর