বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মারসাক্সলুক, মাল্টা

মারসাক্সলুক, মাল্টা

প্রায় ৯০০ বছর আগের কথা। মাল্টায় এসে বসতি নির্মাণ করে ফোনেশিয়ানরা। তাদের হাতেই গড়ে ওঠে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের নাম মারসাক্সরুক। গ্রামটিতে এখনো রয়েছে সেই ঐতিহাসিক সংস্কৃতির ছোঁয়া। এক সময় মানুষের চলাচল খুব বেশি ছিল না এখানে। মূলত ব্যবসার কাজে এখানে মানুষের চলাচল থাকলেও কালের পরিক্রমায় এখানে বসতবাড়ি গড়ে উঠতে শুরু করে। মাছ বেচাবিক্রির জন্য এক সময় খুব বিখ্যাত ছিল মারসাক্সলুক। দ্বীপের আদলে এ গ্রামটি বিকশিত হয়। মানুষের বসতবাড়ি নির্মাণ বেড়ে যায়। তারপর থেকেই এখানে গ্রাম তৈরি হয়। মানুষের ভিড় কমে আসে। মৎস্য শিকারিদের গ্রাম হয়ে ওঠে এটি। বড় বড় মাছ পাওয়া যেত এখানে। সে কারণে গ্রামটি পরিচিত হয়ে ওঠে বড় মাছের গ্রাম বলে। এ গ্রামের নৈসর্গিক দৃশ্য ভীষণ উপভোগ্য।

 

 

 

সর্বশেষ খবর