বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

মানারোলা, ইতালি

মানারোলা, ইতালি

ইতালির মানারোলা। রংধনুর গ্রাম। ধীরে ধীরে শহর হয়েছে এটি। তবু এখনো গ্রামের চিত্রপট ধরে রেখেছে মানারোলা। রংধনুর গ্রাম বলার কারণ কিন্তু আকাশের রংধনুর দেখা নয়। এখানকার বাড়িগুলো নির্মিত হয় রংধনুর সাত রং মিলিয়ে। সমুদ্রের তীরে বেড়ে ওঠা এই গ্রামের বাড়িগুলো বানানো হয়েছে পাহাড়ের কোল ঘেঁষে। পাহাড়ের কোলে ভাঁজে ভাঁজে বাড়িগুলো এমন রং ব্যবহার করে বানানো হয়েছে, একটু রোদ পড়লেই মনে হবে রংধনু পাহাড়ে ঝিলিক দিয়ে উঠছে। এই গ্রামের গোড়াপত্তন হয় ১৩৩৪ খ্রিস্টাব্দে। তখন থেকেই কালের বিবর্তনে নানাভাবে বিস্তৃত হয় গ্রামটি। তবে আধুনিক নগরী হিসেবে গড়ে উঠতে এই গ্রামের সড়ক ব্যবস্থায় উন্নয়ন এসেছে। এখানে প্রতি বছরই অনেক পর্যটক ছুটে আসেন। রংধনুর গ্রাম বলেই রংধনু দেখতে আসা মানুষ হতাশ হয়ে ফিরে যান না। এই গ্রাম দিনকে দিন আরও বিস্তৃত হচ্ছে।

 

 

সর্বশেষ খবর