বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

পাঁচতারকা হোটেল

পাঁচতারকা হোটেল

পানির নিচে ছুটি কাটাতে চাইলে ছুটে যেতে পারেন আফ্রিকায়। তানজানিয়া অথবা জাঞ্জিবারের উপকূলবর্তী ভারত মহাসাগরেও রয়েছে এই সুযোগ। প্রতি রাতে দেড় হাজার মার্কিন ডলারের মতো খরচ করলেই পানির নিচে পাঁচ তারকা হোটেলে থাকার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। অবসর কাটাতে পারবেন পানির নিচে মাছের খেলা দেখে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ১৩ ফুট নিচে তৈরি করা এই হোটেলের উদ্বোধন করা হয়। এই আশ্চর্য হোটেলে তিনটি অংশ রয়েছে। মান্তা আন্ডারওয়াটার রুম নামের হোটেলটির ব্যালকনি, ডাইনিং রুম এবং একটা বেডরুম। আফ্রিকায় প্রথম এই আন্ডারওয়াটার হোটেলটি উদ্বোধনের পর ব্যবসায়িকভাবে চলা শুরু করেছে। এখানে আপনার সময় কাটবে সমুদ্রের বিরল সব মাছেদের সঙ্গে। এ যেন মাছেদের এক আজব চিড়িয়াখানা। স্বচ্ছ কাচের দেয়ালের তৈরি এই হোটেলে রাতের খাবারের পরিবেশ পাবেন স্বপ্নের মতো। হোটেলের ওপর তলাটা হচ্ছে একটা ব্যালকনি। আপনি চাইলে রাতের বেলায় ওখানে বসে তারা ভরা আকাশ দেখতে পারেন। মাঝখানের তলাটা হচ্ছে ডাইনিং স্পেস। এখান থেকে দেখা যাবে সূর্যাস্তের মনোরম দৃশ্য। তার ওপর তলাটায় দিনের বেলায় সূর্যস্নানের উপযোগী। রাতের বেলায় তারাখচিত আকাশের নিচে বসে রোমান্টিকতায় আচ্ছন্ন হওয়ার মতো পরিবেশও রয়েছে।

 

 

সর্বশেষ খবর