বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

রহস্যময় লায়ন সিটি

রহস্যময় লায়ন সিটি

পানির নিচে চাপা পড়েছে অনেক সভ্যতার নিদর্শন। গোটা শহর পানির নিচে হারিয়ে গেছে। ইতিহাস ঘেঁটে এমন তথ্য প্রত্নতাত্তি্বকরা হাতে পেয়েছেন। আধুনিক সময়ে এসে সেই শহরগুলো খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আবারও এসেছে পানির নিচের অবাক শহর লায়ন সিটি। এটি রয়েছে চীনে। এই শহরের পিছনে ছিল 'উ শি মাউন্টেন' বা ফাইভ লায়ন মাউন্টেন নামের পর্বত। শহরটির বয়স প্রায় ১৩০০ বছর। প্রায় ৫৩ বছর আগে কৃত্রিম হ্রদ সৃষ্টির জন্য একটি বাঁধ তৈরি করার সময় প্রাচীন ও পরিত্যক্ত শহরটি পানির নিচে তলিয়ে যায়। এই শহরটির আরেকটি নাম হলো শি চেং। শহরটি প্রায় ৬২টি ফুটবল মাঠের সমান। ২০০১ সালে প্রথম পানির নিচে তলিয়ে যাওয়া এই শহর নিয়ে গবেষণা শুরু করেন প্রত্নতত্ত্ববিদরা। তারপর থেকে শহরটি নিয়ে মানুষের কৌতূহল বাড়তে থাকে। একে একে আবিষ্কার হতে থাকে এই শহরের নানা নিদর্শন। চীনের এই শহরের মানুষের ব্যবহৃত জিনিসপত্রসহ সে সময়কার সভ্যতার বিভিন্ন চিহ্ন বহন করছে বলে পানির নিচে লায়ন সিটি অন্য ১০টি জলতলের শহর থেকে ভিন্ন। লায়ন সিটি বর্তমানে পানির নিচে প্রায় ৮৩-১৩১ ফুট নিচে অবস্থান করছে। পানির নিচে এত বছর থাকার পরও শহরটি এর স্বকীয়তা বজায় রেখে চলেছে। লায়ন সিটি নিয়ে নানা কল্পকথা প্রচলিত আছে। ঠিক কীভাবে শহরটি পানির নিচে হারিয়ে যায়, তা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। তবে শহরটির সৌন্দর্য পানির নিচে আজও এতটুকু কমেনি।

 

 

সর্বশেষ খবর