বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

পানির নিচে ডাকঘর

পানির নিচে ডাকঘর

প্রযুক্তির বিকাশ যতই ঘটুক চিঠির গুরুত্ব ও আবেদন এতটুকু কমেনি। সময় পেলে অনেকেই ভালোবাসেন চিঠি লিখতে। প্রিয়জনের চিঠি পড়ার আনন্দ একটু অন্যরকম। এই রোমাঞ্চ থেকে যেন বঞ্চিত না হন সে কারণে একবিংশ শতকে এসে পানির নিচেও বসানো হয়েছে ডাকঘর। মূলত পর্যটকদের আকর্ষণের জন্য সমুদ্রে পানির নিচে প্রথমবারের মতো ডাকঘর বসানো হয়। পর্যটকরা ইচ্ছে করলে এ পোস্ট অফিসের মাধ্যমে তার প্রিয়জনদের চিঠি লিখে বার্তা পাঠাতে পারবেন।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ৫০ মিটার গভীরে স্ফটিক জলে নিমজ্জিত এই বিস্ময়কর পোস্ট অফিসটির নাম 'ভ্যানুয়াটু পোস্ট অফিস'। ডাকঘরটি পানিনিরোধক হওয়ায় আপনার চিঠির মোটেই কোনো ক্ষতি হবে না। আর সুযোগটি তৈরি করে দিয়েছেন হাইডএওয়ে আইল্যান্ডের ৬৮ বছর বয়সী ডাইভ ম্যানেজার মাইক ক্রোফোর্ড। পর্যটকরা ইচ্ছে করলে সাঁতারের প্রয়োজনীয় উপকরণসহ পানির নিচে গিয়ে এ বিশেষ পোস্ট অফিসটি পরিদর্শনও করতে পারবেন। আবার কেউ চাইলে বিশেষ কোনো পোস্টকার্ড পোস্ট করতে পারেন। এরপর পোস্টকার্ডগুলো নিয়মিত সংগ্রহ করে বিশেষ ডাক সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হয়। পোস্ট অফিসটি তৈরি করা হয়েছে বিশালাকৃতির ফাইবার গ্লাসে নির্মিত পানির ট্যাঙ্কের ভিতরে।

 

 

সর্বশেষ খবর