রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

অ্যাক বাতিস্তা [ব্রাজিল]

টাকার উৎস : খনিজ ও তেল উত্তোলন, ২০১৩ সম্পত্তির পরিমাণ ছিল : ১০.৬৩ বিলিয়ন মার্কিন ডলার, এক বছরে ক্ষতি : ১০.৩ বিলিয়ন মার্কিন ডলার

অ্যাক বাতিস্তা [ব্রাজিল]

ব্রাজিলের শীর্ষ ধনীদের একজন অ্যাক বাতিস্তা। বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে বারবার নাম লেখা হয়েছে তার। কিন্তু একই সঙ্গে সবচেয়ে দুর্ভাগা ধনী হিসেবেও এখন পরিচিতি লাভ করেছেন তিনি। ভাগ্য যেন তার সঙ্গে খেলা করে নির্মমভাবে। বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাকে। মাত্র এক বছরের ব্যবধানে হারিয়েছেন ১০.৩ বিলিয়ন মার্কিন ডলার। এর শুরুটা হয়েছিল ২৬ জুলাই ২০১৩ সালে। তেলের ব্যবসা করে ধনসম্পত্তি অর্জন করা এই শিল্পপতি প্রতিদিন প্রায় সাড়ে সাত লাখ ব্যারেল তেল উত্তোলন করে থাকেন। কিন্তু সে হিসাব টেকেনি। নানান যান্ত্রিক ত্রুটি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও তেল পরিবহনে সময় নষ্ট হওয়া, সময়মতো তেল ডেলিভারি দিতে না পারার মতো বহু কারণে তাকে বড় অংকের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। বিলিওনিয়ার থেকে মিলিওনিয়ার বনে যাওয়া এই ব্যবসায়ীকে বিশ্বমিডিয়া চিনেছে দুর্ভাগা শিল্পপতি হিসেবে।

 

 

সর্বশেষ খবর