রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ওলাভ থোন [নরওয়ে]

টাকার উৎস : হোটেল ও রিয়েল এস্টেট, ২০১৩ সম্পত্তির পরিমাণ ছিল : ৬ বিলিয়ন মার্কিন ডলার, এক বছরে ক্ষতি : ৫.৭৫ বিলিয়ন মার্কিন ডলার

ওলাভ থোন [নরওয়ে]

ওলাভ থোনের জন্ম ১৯২৩ সালের ২৯ জানুয়ারি। কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের বড় অংশই ব্যয় করেছেন টাকা উপার্জনে। এই নরওয়েন রিয়েল এস্টেট কিং বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে নাম লেখান ২০১৩ সালে। এরপরই তিনি আলোচনায় আসেন। তিনি তার বিশাল অর্থ উপার্জন করেন হোটেল ও রিয়েল এস্টেটের ব্যবসা করে। নরওয়েতে সবচেয়ে নির্ভরযোগ্য রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। ধীরে ধীরে হয়ে ওঠেন নরওয়ের শীর্ষ ধনী ব্যক্তি। ব্যক্তিগত সম্পত্তির দিকে তাকালে তার কাছাকাছি খুব কম ব্যবসায়ী রয়েছেন। তার পরিচালিত ওলাভ থোন গ্রুপ এরপর ব্যবসা সম্প্রসারণ করে হোটেল পরিচালনায়। নরওয়ের সুপরিচিত বেশ কয়েকটি ফাইভ স্টার হোটেলের মালিক তিনি। এখন সব মিলিয়ে তার মালিকানাধীন রয়েছে প্রায় ৪৫০টি সম্পত্তি। এগুলো হলো- হোটেল, শপিংমল, অফিস বিল্ডিং, রিটেইল স্টোর। কিন্তু ২০১৩ সালে একে একে ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হতে থাকেন তিনি। সব প্রজেক্টেই লস খেয়েছেন বলা যায়। যার আর্থিক মূল্যমান প্রায় ৫.৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

 

 

সর্বশেষ খবর