রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভিক্টর নুসেনকিস [রাশিয়া]

টাকার উৎস : কয়লা ক্রয়-বিক্রয়, ২০১৩ সম্পত্তির পরিমাণ ছিল : ২.২ বিলিয়ন মার্কিন ডলার, এক বছরে ক্ষতি : ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার

ভিক্টর নুসেনকিস [রাশিয়া]

খনিজ ব্যবসায় জড়িত যে কজন ব্যবসায়ী এক বছরের ব্যবধানে পথে বসেছেন তাদের একজন ভিক্টর নুসেনকিস। ইউক্রেন থেকে কয়লা উত্তোলনের মাধ্যমে রাতারাতি কোটিপতি বনে যান ভিক্টর। দিনে দিনে পানির মতো টাকা এসে জমা হয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্টে। কয়লার একচেটিয়া ব্যবসা যখন তার নিয়ন্ত্রণে তখন বিশ্ব মিডিয়ার চোখে তিনি হয়ে উঠেছিলেন রাশিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। ১৯৯৩ সালে তিনি এনার্গো কনসার্ন নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করেন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ২০১৩ সালে ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় নাম উঠে আসে। বর্তমানে রাশিয়ার নাগরিক ভিক্টর সাইবেরিয়ার প্রধান কয়লাখনিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছেন। সব ঠিকঠাক চলছিল কিন্তু গেল বছরে সবই গোলমেলে ঠেকতে লাগল। কয়লা কেনাবেচায় ভাটা পড়ল। একই সঙ্গে রাজনৈতিক টানাপড়নের কারণে কয়লা বিক্রি করতে গিয়ে নাজেহাল হলেন তিনি। কয়লা সময়মতো বিক্রি করতে না পেরে বিরাট অর্থ ক্ষতির মুখোমুখি হন তিনি। মাত্র এক বছরের ব্যবধানে ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার হারিয়ে পথে বসেন তিনি।

 

 

সর্বশেষ খবর